Header Ads Widget

Responsive Advertisement

বন্ধুত্বের অভাব

 


আমি এখন পর্যন্ত এমন কোনো বন্ধু বান্ধবী কে পাই নাই, যে জোর গলায় সবার সামনে বলতে পারবে, ও আমার বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে ভালো বন্ধু।বেস্ট বাদ ই দিলাম।

আমি যাকে ভালো বন্ধু ভাবি বেস্টফ্রেন্ড ভাবি, সে অন্য কারো বেস্টফ্রেন্ড, কিন্তু সে আমার একান্ত বেস্টফ্রেন্ড নয়.!! সামান্য ফ্রেন্ড আর কি।
আমি এমন কোনো বন্ধু বান্ধবী পাই নাই, যে কোথাও ঘুরতে যেতে চাইলে, সবার আগে আমাকে কল দিয়ে বলবে, চল বন্ধু বা বান্ধবী ঘুরে আসি। কিন্তু নিজে এই কাজ করেছি।
আমি এখনও এমন কোনো বন্ধু বান্ধবী পাই নাই, আমার জন্মদিনে, যে রচনা লিখে আমাকে বার্থডে উইশ করবে, ঠিক রাত ১২ টায়। নিজে রচনা লিখে ভিডিও বানিয়ে পোস্ট করেছি, প্রথম উইশ ও করেছি।
আমি এমন কোনো বন্ধু বান্ধবী পাই নাই,যারে গিয়ে বলবো আমার ভালো লাগতেছে না। মন খারাপ।
পাল্টা আমারে জোর করে শুনবে কি হয়েছে। বরং শুনেছি আরে কিছু হবে না ওগুলা এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু নিজে জোর করে শুনে মন ভালো করে দেয়ার চেস্ট করেছি।
আমি এখনও এমন কোনো বন্ধু বান্ধবী পাই নি, যে সব কথা আমাকে খুলে বলবে, আমাকে কেউ বাজে কথা বললে তার জ্বলবে, যার ফ্রেন্ড শুধু আমি থাকলেই চলবে।
বরং আমার গোপন কথা আরেকজন বলে ঠাট্টা হাসি মজা করতে শুনেছি। আমি কিন্তু তাদের সিক্রেট রেখেছি।
আমি এমন কোনো বন্ধু বান্ধবী পাই নাই যে বিপদে পরলে সাহায্য করবে নিজের কমফোর্ট জোনের বাইরে।
নিরস্বার্থ ভাবে। কিন্তু বিপদে ফেলার মতো এবং মিথ্যাবাদী অনেক বন্ধু বান্ধবী পেয়েছি।
আমি এখনও এমন কোনো বন্ধু বান্ধবী পাই নি, যার কাছে মনের কথা বলতে পারব, নিজের দুঃখ শেয়ার করতে পারব। যাদের কাছেই কখনো একটু শেয়ার করেছি অন্য গ্রুপে সেটা নিয়েই মজা করতে শুনেছি।
আমি এমন কোনো বন্ধু বান্ধবী পাই নাই যখন ভেঙ্গে পরেছি - সামান্য মুখের কথায় বলবে ভয় পাস না আমি আছি। ভুল করলে শুধরে দেবে। বরং ভেঙ্গে গেলে আরও ভেঙ্গে দেয়ার মতো বন্ধু আমি পেয়েছি।
আমি যখন ডিপ্রেশনের চরম পর্যায়ে কখনো কোনো বন্ধু বান্ধবীকে পাশে পাই নি। তাদের সময় হয় নি।টেক্সট করলে বিরক্ততা দেখেছি।অথচো তাদের ডিপ্রশনে তাদের খারাপ লাগার কথা রাতের পর রাত শুনেছি।সান্তনা দিয়েছি। অথচো আমার সু ই সা ই ডাল এটেমপ্ট সাকসেস হলে আমিই তাদের ভালোবাসার টাইমলাইনে থাকতাম তাদের সঙ্গে তাদের সুন্দর হওয়া ছবির পোস্টে প্যারাগ্রাফ ভালোবাসায় ভরা উক্তিতে।
একজন একান্ত নিজের মানুষ থাকা খুব প্রয়োজন।
খুব প্রয়োজন। দিনশেষে একা মনে হবে না নিজেকে।যারে সব কিছু বলা যাবে, শেয়ার করা যাবে। ধোকা দিবে না।বিশ্বাস ভাংবে না।
#mdmahadiakash

Post a Comment

0 Comments