ব্যাপারটা হলো আমার বান্ধুবী রোজ প্রেমিকের সাথে সারা রাত কথা বলে, ঘুরতে যায়, হাত ধরে হাটে, জোঁড়া পাইপ এক গেলাসে ডুবিয়ে লাচ্ছি খায়, সেজন্য আমারও প্রেম করতে ইচ্ছে করে। আমার বন্ধুরা মেসেঞ্জারে প্রেমিকার সঙ্গে খুনসুটিতে মেতে থাকে, ওদের গল্পগুলো বলে আমাকে, আমি শুনি, গল্পগুলো সুন্দর। আমার ঈর্ষা হয়। মনের ভিতর কোথাও একটা খচখচ করে, ইশশ আমারও যদি অমন একটা মানুষ থাকতো তাহলে আমিও তাদের মতো হাসিখুশি থাকতে পারতাম।
:
কোনোরকম ইনিয়েবিনিয়ে ভালোবাসি বললেই সম্পর্ক হয়ে যায়, যার সাথে সম্পর্কে জড়াচ্ছি তাকে জানার বুঝার বিন্দুমাত্র প্রয়োজন মনে করিনা, কারণ আপনার তো শুধু ওই মানুষটার সঙ্গ দরকার, গোটা জীবনের জন্যে দরকার নাই। সে হবে একটা সেঁতু, সেই সেঁতু ধরে হেঁটে পার হয়ে যাবে আপনার নিঃসঙ্গ মুহূর্তগুলো, সে হবে মলম, আপনার বুকে থাকা অন্য কারোর ক্ষতের দাগ আপনি তাকে দিয়ে মুছবেন। সে হবে একটা শরীর, আপনি আপনার মস্তিষ্কের স্নায়ুকোষে ঘুমিয়ে থাকা সমস্ত যৌনতা, চাহিদা তাকে দিয়ে মিটিয়ে নিবেন ব্যাস। মানে টোটাল কথা হলো বিপরীতে লিঙ্গের একটা মানুষ হলেই চলবে।
:
দীর্ঘ সময় পর এসে দেখে মুগ্ধতা উড়ে গেছে, শখের বসে গড়া সম্পর্ক এখন কাঁটা হয়ে বেঁধে আছে গলায়, ঠোঁটের পাশে মিথ্যা আবেগ গুঁজে চুমু খেতে খেতে আপনি টায়ার্ড। ওপাশের মানুষটাকে ইগনোর থেকে শুরু করে উৎকৃষ্ট কথার ছুরিতে ফালিফালি করে কাটাকাটি করে গিয়েছেন রোজ, মানুষটা একদিন জানতে পারে তাকে আর আপনার ভাল্লাগে না। প্রবল ধাপে উড়তে থাকা একটা পাখির ডানা ভেঙে দিয়ে আপনি বললেন আমি ভুল করেছি, ক্ষমা করো। সরি। অথচ ওপাশের মানুষটির ভালোবাসা আগাগোড়া সত্য। কি দারুণ বিচ্ছিরিভাবেই না মানুষটা ঠকে যায়।
:
সময় কাটানোর জন্যে গেইম খেলো, ভাঙতে মন চাইলে জলের গেলাস ভাঙো, হাতের চুড়ি ভাঙো, তবু কারোর মন ভেঙোনা। নিজের স্বার্থে অন্য কারোর দেওয়া ক্ষত মুছতে গিয়ে আরেকটা মানুষের বুকের ক্ষত বাড়িয়ে দেওয়ার রাইট আপনা নাই। একটা সুন্দর জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে সরি বলা পাপ। সরি ক্যান নেভার সেভ সামওয়ান লাইফ। সরি ইজ বুলশিট..
0 Comments