আমায় কেউ আঘাত দিলে আমি কখনোই তাকে দোষারোপ করিনি!আমি সবসময় মেনে নিয়েছি আমার ভাগ্যকে।
কেউ বিশ্বাস ভেঙ্গে দিলে আমি কখনোই তাকে অভিশাপ দেইনি,বরং অভিশাপ দিয়েছি নিজেকে!কেননা আমি বিশ্বাস না করলে তো কেউ বিশ্বাস ভাঙ্গতে পারতো না কিছুতেই।
কেউ আমার সাথে একটু আন্তরিকতার সাথে কথা বললেই তাকে আপন ভেবে বসি!ভাবি মানুষটা হয়তো আমাকে মন থেকেই ভালোবাসে।তারপর যখন আপন হতে গিয়ে দোষী হই কিংবা প্রতারণার শিকার হই;তখন নিজেই নিজের গালে কষে একটা চড় মেড়ে নিজেকে সান্ত্বনা দিয়ে বলি,“আরে বোকা!মানুষ যতটা দেখায় ততটা ভালোবাসে না কোনোদিন,ততটা আপন হয় না কোনোদিন!”
তারপর আবার ফিরে আসি নিজেকে এবং নিজের ভাগ্যকে দোষারোপ করে!একাকিত্বকে বরণ করে নিয়েছি,বিষন্নতাকে সঙ্গী বানিয়ে হতাশাকে ভালোবেসেছি,বুকের মধ্যে দুঃখ লালন করেছি পরম যত্নে!
আমি কখনোই কেউ কষ্ট দিলে তাকে দোষ দেইনি!নিজের ভাগ্যকে মেনে নিয়ে চলে এসেছি নীরবে।
আবেগটা হয়তো একটু বেশি!তাই হয়তো মানুষের বিরক্তির কারণ হয়েছি সহস্রবার!
আমার কপালে সুখ বেশিদিন সয় না,এটা আমি জানি!তাই কেউ একটু সুখের লোভ দেখালে আর সেই ফাঁদে পা দিতে ইচ্ছে করে না!আর ইচ্ছে করে না ভাগ্যের বাইরে গিয়ে কোনো কিছু প্রত্যাশা করতে।
যাকে আঁকড়ে ধরে ভালো থাকতে চেয়েছি,সেই ভালো থাকা অনুভূতি কেড়ে নিয়ে চলে গেছে!পরিস্থিতি আমার কখনোই পক্ষে থাকেনি।কোনো না কোনো ভাবে আমাকে আঘাত করেছে,ভেঙ্গে দিয়েছে আমার সব স্বপ্ন!চেষ্টা করেছি ভালোবাসার মানুষটাকে ধরে রাখার,কিন্তু পারিনি আমি!
সত্যি বলতে,আমি কখনোই আমার কষ্টের জন্য কাউকে দোষারোপ করিনি,কাউকে অভিশাপ দেইনি।
কেননা আমি জানি, কপালে সুখ লেখা না থাকলে,সুখের খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল দুঃখই মিলে,সুখ কখনোই মিলে না!
0 Comments