Header Ads Widget

Responsive Advertisement

ফুরিয়ে যাওয়া জানুয়ারিতে ব্যাক্তিগত একটা মানুষ ছিলো,

 ফুরিয়ে যাওয়া জানুয়ারিতে ব্যাক্তিগত একটা মানুষ ছিলো, ডিসেম্বরে এসে মনের জানলা খুলে দেখি সে নাই। ইট্স ওকে। মানুষ হারিয়ে যাওয়া এই পৃথিবীর নিয়ম থেকে যাওয়া'ই আশ্চর্যের। কারো চলে যাওয়া দেখে অতো চোখ ঝাপসা করতে নেই, অতো ভেঙে যেতে নেই, তুমি যে ভিতর ভিতর ভেঙে গিয়েছো তা দেখাতে নেই, জানোই তো মানুষ ভাঙা বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।

দু'হাজার একুশের ডিসেম্বরের মাঝামাঝি এসে যেই যুবক একটা চাকরির অভাবে প্রিয়তমাকে হারিয়ে ছটপট করেছিল। এক রাতে যেই যুবক স্মৃতি, চোখের জল, ব্যার্থতা এবং নিজের প্রতি তীব্র ঘৃণাকে রশি বানিয়ে অংক কষে ফেলেছে আত্মহত্যার, সে যুবক এই ডিসেম্বর এসে কর্পোরেট চাকরির জয়েনিং লেটার হাতে রেলস্টেশনে বসে হাউমাউ করে কাঁদে। কাকে বলবে সে? চাকরিটা পেয়ে গেছি এইবার তো বাসায় নিশ্চিন্তে জানাতে পারো।
গত শীতে পছন্দের একটা শাল মা'কে কিনে দেয়ার শখ পকেটের দিকে তাকিয়ে শেষমেশ কেনা হয়নি আর, এই ডিসেম্বরে এসে মানিব্যাগ ভর্তি টাকা রয়েছে ঠিকি কিন্তু কার জন্যে শাল কিনবে? মায়ের তো নতুন কবর হয়ে গেছে নিম গাছের ছাঁয়ার নিচে। হায়।
আগের বছর যে তরুনী বড্ড পাগলামি করেছিল একটু কথার বলার জন্যে ওপাশের একটা মানুষের সাথে। রাতের পর রাত জেগে নিজেকে নষ্ট করে ফেলেছিল রোজ একটু আঁধটু করে, একটার পর একটা বিয়ের সমন্ধ ভেঙে দিয়েছিল হারানো মানুষটা ফিরবে বলে, এই শীতে এসে সেই মেয়েটা সংসারী। পাগলামি করেনা আর, মনে রাখেনি কোনো অপদার্থ প্রেমিককে। এখন সে অপেক্ষা করে কখন স্বামী সন্ধ্যায় হলে বাসায় ফিরবে। গত বছরের বেহায়া প্রেমিকা এই বছর এসে ফুটফুটে একটা কন্যা সন্তানের মা, নাম তাঁর অপেক্ষায়।
চমৎকার এই পৃথিবীতে ভাঙা-গড়ার নিয়ম বড্ড অদ্ভুত। আজকে যে প্রাণবন্ত হয়ে বত্রিশপাটি দাঁত কেলিয়ে হাসে কাল তাঁর চোখ ভিঁজে যায়। এই বছর যাকে ভালোবাসে পরের বছর তাঁকে ঘৃণা করে। এই বছর যার জন্য অপেক্ষা করে পরের বছর তার জন্যে অপেক্ষায় ফুরিয়ে যায়। এই বছর যেই ব্যার্থতা কলার চেপে ধরে,পরের বছর সেই ব্যার্থতা সফলতা হয়ে জীবনের বুকে চুমু খায়। অভাব, স্বভাব, সবকিছু বদলায়।
সুতরাং মনে রাখুন; Next year, same date. You will be different. You’ll no longer want the things you want now, you will want things you didn’t want before!
Get ready to grow, And Welcome to 2024.💫
লেখা: আরিফ হুসাইন।
May be an image of text that says 'CHAPTER CLOSED. Thank you for the pain, happiness, friendship, kindness, and love that I've experienced. It was a year of growth and painful realizations for many. I'm leaving with a happy heart, knowing that everything I did this year made me better and not worse. Thank you, Lord, for making this year worth living. Thank you,2023.'


Post a Comment

0 Comments