Header Ads Widget

Responsive Advertisement

তোমার কাছে কি দুঃখ ভুলাবার রূপোর কাঠি আছে?

রাই কিশোরী, তোমার কাছে কি দুঃখ ভুলাবার রূপোর কাঠি আছে? অপেক্ষা কে উপেক্ষা করার মন্ত্র আছে? রাগ হজম করার মেশিন আছে?

যার সাথে তোমার প্রেম জমে উঠেছে, তার দুঃখ কি দিয়ে ভুলাও? আদরে দুঃখ ভুলাও? চুলে বিলি কেটে দিতে দিতে কি দুঃখ ভুলাও? তোমার মিষ্টি হাসিতে সে কি দুঃখ ভুলে?
ফুসকা খাওয়ার অভ্যাস তোমার চলে গেছে। অথচ এক প্লেট ফুসকা খাওয়ার জন্য রাতবিরাতে বের হতে। শাড়ী ছাড়া কামিজ পরিধান করতে না। এখন ওয়েস্টান ড্রেস পরিধান করো। তুমি বদলে গেছো নাকি তোমার রুচি; তুমি না রুচি?
অপেক্ষা তোমার ডিকশোনারিতে ছিলো না। অফিস শেষে তোমার স্বামী রাত করে বাসায় ফিরে, কিভাবে রাগ সামলাও? তরকারি তে ঝাল বেশি হলে, থালা ভেঙে ফেলো? বিশেষ দিনে গিফ্ট না পেলে কান্নার বন্যা বয়ে যেতো, আজকাল চোখের জল কিভাবে সামলাও? শুনেছি তোমার স্বামী জন্মদিন এর তারিখ ভুলে যায়.... বাসায় ফিরে গোলাপ হাতে রাগ ভাঙানোর বদলে, শাকসবজি হাতে রাগ দেখায়, কি খেয়ে হজম করো রাগ গুলো?
সিগারেটের সাথে বন্ধুত্ব করেছিলাম বলে ছেড়ে গিয়েছিলে, শুনলাম তোমার স্বামী রাতবিরাতে নেশা করে বাসায় ফিরে। মেনে নিতে শিখে গেছো, মানিয়ে নিয়েছো? সিগারেট দুঃখ ভুলায়, নেশা নিজেকে পুড়ায়; সিগারেট ক্ষতিকর নাকি নেশা?
অপেক্ষা উপেক্ষা করে প্রেমিককে ছেড়ে বাড়ি ফেরা মেয়েটা স্বামীর রাতবিরাতে বাসা ফেরা অপেক্ষার প্রহর গুনে। সিগারেট খাওয়া প্রেমিককে ছেড়ে, গাঁজা খাওয়া স্বামীর সংসার করে। ছোট ছোট অভিমানে ভাংচুর করা প্রেমিকা, বড় সমস্যায় মাথা ঠান্ডা রেখে ছোট ছোট জিনিস গুছিয়ে রাখে। প্রেমিককে অন্য মেয়ের সাথে ঘেষতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠা প্রেমিকা, স্বামীর পরকিয়া দাঁতে দাঁত কামড়ে সহ্য করে। প্রেমিকা বউ হয়ে গেলেই হয়ে যায় হজমের মেশিন।
প্রেমিকা থাকতে ছোটখাটো বিষয় গুলো যদি সহ্য করতে, আজ তোমার আমার আমাদের সুন্দর একটা সংসার হতো। সেখানে কিছুটা সুখ থাকতো, এক চিমটি ভালোবাসা থাকতো, তুমি আমি থাকতাম, রাগ ভাঙানোর জন্য বেসুরে গলায় গান থাকতো, বাসায় ফিরতে লেট হলে হাতে গোলাপ থাকতো, তুমি তুমি আমি আমি একটা রাজপ্রাসাদ থাকতো। তুমি তোমাতে আমি আমাতে, না থেকে; আমরা থাকতাম।
লেখা: কাজল পারভেজ



Post a Comment

0 Comments